চবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক নিয়োগ বাতিল
৫ মার্চ ২০২২ ২২:৫৭ | আপডেট: ৬ মার্চ ২০২২ ০৯:৪৪
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এ তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের ৫৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের অডিও রেকর্ড প্রশাসনের দৃষ্টিগোচরে এসেছে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযোগের ভিত্তিতে আজকের (শনিবার) সিন্ডিকেট স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সততার স্বার্থে নিয়োগ বোর্ডের সিদ্ধান্ত সম্পূর্ণরুপে বাতিল করা হয়েছে।’
এর আগে, বৃহস্পতিবার (৩ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে মোটা অংকের টাকা লেনদেনের অডিও রেকর্ড ফাঁস হয়। এই অভিযোগের ভিত্তিতে উপাচার্যের একান্ত সহকারী মিছবাহুল মোকর রবীনকে বদলিও করা হয়েছে।
সারাবাংলা/সিসি/পিটিএম