Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাতারের পথে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

সারাবাংলা ডেস্ক
৫ মার্চ ২০২২ ২২:২৯

চট্টগ্রাম ব্যুরো: আন্তর্জাতিক সমুদ্র মহড়ায় অংশ নিতে কাতারের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘প্রত্যাশা’।

শনিবার (৫ মার্চ) দুপুরে জাহাজটি নৌবাহিনীর চট্টগ্রাম নৌ জেটি থেকে রওনা দেয়। নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল উপস্থিত থেকে জাহাজটিকে বিদায় জানান।

আইএসপিআর’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুদ্ধজাহাজ প্রত্যাশা ২১ থেকে ২৩ মার্চ কাতারের দোহায় সমুদ্র মহড়ায় অংশ নেবে। জাহাজের অধিনায়ক কমান্ডার মোহাম্মদ গোলাম কিবরিয়ার নেতৃত্বে ২৫ জন কর্মকর্তাসহ মোট ১৩৫ জন নৌ সদস্য এ মহড়ায় অংশ নেবেন।

ফেরার পথে যুদ্ধজাহাজ প্রত্যাশা ২৮ থেকে ৩০ মার্চ ভারতের গোয়ায় আরেকটি সমুদ্র মহড়া ও অনুশীলনে অংশ নেবে। আগামী ৭ এপ্রিল জাহাজটি দেশে ফিরবে।

সারাবাংলা/আরডি/এমও

কাতার যুদ্ধজাহাজ সমুদ্র মহড়া