Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে রেলপথ দিয়ে ভারত থেকে ভুট্টা আমদানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২২ ২০:০৯ | আপডেট: ৫ মার্চ ২০২২ ২১:১৫

দিনাজপুর: চাহিদা বাড়ায় আবারও দিনাজপুরের হিলিতে রেলপথ দিয়ে ভারত থেকে ভুট্টা আমদানি শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ৫ মাস পর ভুট্টা আমদানি শুরু হলো। এতে হিলি রেলস্টেশন এলাকা হয়ে উঠেছে কর্মচঞ্চল।

শনিবার (৫ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলস্টেশন মাস্টার তপন কুমার চক্রবর্তী। গত ১ মার্চ ও ৪ মার্চ ভারতের দর্শনা রেল বন্দর দিয়ে ভুট্টাবোঝাই ৪১টি ওয়াগন হিলি রেলস্টেশনে এসে পৌঁছায়।

বিজ্ঞাপন

জানা গেছে, দীর্ঘ ৫ মাস পর আবারও হিলি রেলস্টেশনে ভারত থেকে রেলপথে ভুট্টা আমদানি শুরু হয়। সুমন অ্যান্ড ব্রাদাস নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের বিহার থেকে এসব ভুট্টা আমদানি করছে।

রেলপথে ৪১টি ওয়াগনে ২ হাজার ৪১৭ মেট্টিক টন ভুট্টা আমদানি হয়েছে। যা থেকে রাজস্ব পাওয়া গেছে ১২ লাখ ৪৫ হাজার ৭৬৫ টাকা।

সারাবাংলা/এমও

ভুট্টা ভুট্টা আমদানি রেলপথ রেলস্টেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর