Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সয়াবিন তেল মজুদের দায়ে যাত্রাবাড়ীতে ডিলার পয়েন্ট সিলগালা

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২২ ১৮:৫৬

ঢাকা: ভোজ্যতেল সয়াবিন গোপনে মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীর ডিলার পয়েন্ট আবুল খায়ের ট্রেডার্সকে সিলগালা করা হয়েছে। এ সময় ৬০ ব্যারেল ভোজ্যতেল জব্দ ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৫ মার্চ) দুপুরে এই অভিযান চালায় বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের যৌথ ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

অভিযান শেষে ভোক্তা অধিকার অধিদফতরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সারাবাংলাকে বলেন, ‘সরকার সবার সঙ্গে বসে সয়াবিনের প্রতি লিটারের দাম ১৪৩ টাকা নির্ধারণ করেছে। সেখানে একটা কারসাজি করে প্রতি লিটারে বেশি টাকা রাখা হচ্ছে। তাদের কারসাজির কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আমরা তথ্য নিচ্ছি। অসাধুতা করলে ছাড় দেওয়া হবে না।’

বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া উপসচিব মো. আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘রাজধানীর দুটি এলাকায় আমরা অভিযানে গেলে খুচরা বিক্রেতারা জানান, পাইকারি বিক্রেতারা তাদের কাছ থেকে তেলের দাম বেশি রাখছেন। এতে খুচরা পর্যায়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা সঠিক তথ্য নেওয়ার জন্য দুজন কর্মকর্তাকে পাইকারি বিক্রেতা আবুল খায়ের ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। তাদের কাছে প্রথমে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৭৬ টাকা চান। দর কষাকষির এক পর্যায়ে এ ডিলার ১৭৩ টাকায় দিতে রাজি হন।’

তিনি আরও বলেন, ‘গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে। কেউ ভোজ্যতেল মজুদ করতে পারবে না। সবার খোঁজ খবর নেওয়া হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ ডিলার পয়েন্ট সয়াবিন তেল সিলগালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর