Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোম্পানিগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২২ ১৬:১৬

নোয়াখালী: কোম্পানিগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে ৯ বছরের এক শিশু আত্মহত্যা করেছে। নিহত শিশুর নাম নুরুল হক নিশাত। সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর আলমের ছেলে।

শনিবার (৫ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাগধারা বাজারসংলগ্ন সরকারি আশ্রয়ণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরু আলম তিন ছেলে ও স্ত্রী নিয়ে সরকারি আশ্রয়ণ কেন্দ্রে বসবাস করেন। সকাল থেকে নুর আলম ঘরের পাশে মাটি ভরাটের কাজ করে। মাটি ভরাটের কাজ শেষে দুপুরের দিকে নুর আলম আশ্রয়ণ কেন্দ্র পার্শ্ববতী একটি দোকানে যায় নাশতা করার জন্য। এসময় তার ছোট ছেলে নিশাত বাবার সঙ্গে দোকানে যাওয়ার বায়না ধরে বসে। কিন্তু বাবা তাকে দোকানে না নিয়ে একটি চিপস দিয়ে ঘরে রেখে যায়। এতে সে বাবার ওপর অভিমান করে ঘরের দরজা-জানালা বন্ধ করে জানালার সাথে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তীতে এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সারাবাংলা/এমও

আত্মহত্যা কোম্পানিগঞ্জ নোয়াখালী শিশুর আত্মহত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর