শাহবাগে ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবককে পুলিশে দিলো জনতা
৫ মার্চ ২০২২ ১৫:১১
ঢাকা: রাজধানীর শাহবাগ মোড়ে এক কলেজছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সাদ্দাম নামে এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।
শনিবার (৫ মার্চ) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম সাদ্দাম হোসেন। তিনি একজন ভবঘুরে। ওই যুবকের বাড়ি কিশোরগঞ্জ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার সারাবাংলাকে বলেন, যৌন নিপীড়নের শিকার ওই তরুণী ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী।
শনিবার বেলা ১১টার দিকে ওই তরুণী শাহবাগ মোড়ের ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যাচ্ছিলেন। এ সময় সাদ্দাম নামে ওই যুবক পেছন থেকে শিক্ষার্থীকে জাপটে ধরে যৌন নিপীড়ন করে। এ সময় প্রত্যক্ষদর্শীরা এসে সাদ্দামকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেয়।
ওসি মওদুত হাওলাদার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই তরুণীকে মামলার বাদী করা হচ্ছে।
সারাবাংলা/ইউজে/একে