Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে হিলিতে বিএনপির বিক্ষোভ

লোকাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২২ ১৪:৩৯

দিনাজপুর: তেলসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরের হিলিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি।

শনিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে অংশগ্রহণ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, থানা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদলের আহ্বায়ক শাহ আলম ও হাকিমপুর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেনসহ অনেকে।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বর্তমান সরকার তেল, গ্যাসসহ নানা দ্রব্যমূল্যের বৃদ্ধি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। দেশের বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে সরকার ১০ টাকা কেজি মূল্যের চাল খাওয়ানোর কথা বলে সেটিও বাস্তবায়ন করতে পারেনি বলে দাবি করেন তারা।

সারাবাংলা/এএম

দিনাজপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর