পাহাড়ে প্রতিপক্ষের গুলিতে জেএসএস গ্রুপের কমান্ডার নিহত
৫ মার্চ ২০২২ ১৪:২৫ | আপডেট: ৫ মার্চ ২০২২ ১৬:৫৩
বান্দরবান: রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ার উপরে নয়াপাড়া এলাকায় জেএসএস সশস্ত্র গ্রুপের কমান্ডার ও চাঁদা কালেক্টর উনুমং মারমা নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৫ মার্চ) দুপুরে নয়াপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত উনুমং মারমা (৪৫) পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএসের মূল দলের সশস্ত্র গ্রুপের লিডার ও চাঁদা কালেক্টর।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে রোয়াংছড়ির তালুকদার পাড়া এলাকার নয়াপাড়ার কাছে ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত উনুমংকে লক্ষ্য করে গুলি করার পর লাশ নিয়ে যায় বলে পাড়াবাসীরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, গুলি করে একজনকে হত্যা করা হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএম