Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এখন বিভক্তির সময় নয়— রুশদের উদ্দেশে ক্রেমলিনের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ ২০২২ ১২:০০ | আপডেট: ৫ মার্চ ২০২২ ১৪:৪৩

যুদ্ধপরিস্থিতে বিভক্তি নয়, বরং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐক্যবধ্য হওয়ার জন্য রুশ নাগরিকদের আহ্বান জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনে সামরিক অভিযানের এক সপ্তাহের বেশি সময় পর নিজ দেশের নাগরিকদের এমন আহ্বান ক্রেমলিনের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধ বন্ধের জন্য জনসাধারণের বিক্ষোভ প্রদর্শনের ব্যাপারে করা এক প্রশ্নের জবাবে বলেন, এখন বিভক্ত হওয়ার সময় নয়।

অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্বও যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছেন- এমন এক প্রশ্নের জবাবে পেসকভ বলেন, অনেকেই আন্তরিকভাবে প্রেসিডেন্টকে (পুতিন) সমর্থন দিচ্ছেন। আবার কেউ কেউ আছেন যারা পরিস্থিতির সারমর্ম বুঝতে পারছেন না।

গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কো, সেইন্ট পিটার্সবার্গসহ প্রধান প্রধান শহরে ব্যাপক যুদ্ধবিরোধী বিক্ষোভ শুরু হয়। এসব বিক্ষোভ থেকে নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষকে আটক করেছে বলে জানিয়েছে স্বাধীন তথ্যপ্রদান প্লাটফর্ম ওভিডি-ইনফো। এছাড়া বেশ কয়েকজন বিশিষ্ট রুশ নাগরিকও যুদ্ধের নিন্দা করেছেন।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর