Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবীন লেখদের বইয়ের বিক্রি ভালো

রাহাতুল ইসলাম রাফি, ঢাবি করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ২৩:৩৫

ঢাকা: এবার অমর একুশে বইমেলায় খ্যাতিমান প্রবীণ লেখকদের বইয়ের পাশাপাশি নবীনদের বইয়ের প্রতিও আকর্ষণ আছে পাঠক-দর্শনার্থীদের। বরাবরের মতোই আনিসুল হক, জাফর ইকবাল, হুমায়ূন আহমেদ বই বেশি বিক্রি হলেও পাশাপাশি নতুন লেখকদের বইও বিক্রি হচ্ছে ভালো। কিঙ্কর আহসান কিংবা আব্দুল্লাহ আল ইমরানের মতো লেখকদের।

শুক্রবার (৪ মার্চ) বইমেলার ১৮তম দিনে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান—উভয় অংশেই উপচেপড়া ভিড়। মেলায় আজ নতুন বই এসেছে ২২০টি।

বিজ্ঞাপন

স্টলের বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল্লাহ আল ইমরান, জুনায়েদ ইভান, কিঙ্কর আহসানসহ অনেক তরুণ লেখকের বইয়ের কাটতি ভালো। পাঠকচাহিদার বড় একটি অংশজুড়ে আছে তাদের বই।

অপেক্ষাকৃত তরুণ লেখকদের মধ্যে আব্দুল্লাহ আল ইমরানের ‘দিবানিশি’, ‘চন্দ্রলেখা’, কিঙ্কর আহসানের ‘বিবিয়ানা’, ‘মেঘডুবি’, জুয়েল আহসান কামরুলের ‘সাকুরা’, ‘দ্বীপদেশের জেলখানা’, জুনায়েদ ইসলামের অসমাপ্ত ‘ক্যানভাস’—এই বইগুলোর চাহিদা ভালো বলে জানিয়েছেন অন্বেষা প্রকাশনীর এক বিক্রয়কর্মী।

তিনি বলেন, ‘নতুন লেখকদের বইয়ের চাহিদা ভালো। ছুটির দিন হিসেবে তরুণ পাঠকের সংখ্যাও অনেক বেশি। পাঠকরা আসছেন, এসেই লেখকের নাম বলছেন। বই কিনছেন। আব্দুল্লাহ আল ইমরান, কিঙ্কর আহসানসহ অনেক তরুণ লেখকের বই বেশি বিক্রি হচ্ছে।’

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফজাল হোসেন তামিম বইমেলা থেকে কিনেছেন কিঙ্কর আহসানের ‘বিবিয়ানা’ বইটি। তার দাবি—নতুনরাও ভালো লেখেন। নতুনদের বইয়ের প্রতি একশ্রেণির লোকদের নেতিবাচক ধারণা ঠিক নয় বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

আফজাল সারাবাংলাকে বলেন, ‘পুরনো লেখকদের বই পড়তে পড়তে বড় হয়েছি। পুরনোরাও তো নতুন ছিলেন একসময়। কিন্তু, এখন দেখি এক শ্রেণির লোকেরা নতুন লেখকদের ভালো চোখে দেখেন না। সেটি কেন জানি না। তবে আমি মনে করি, নতুনরাও ভালো লেখেন।’

এদিকে ছুটির দিন হিসেবে মেলা প্রাঙ্গণে ছিল উপচেপড়া ভিড়। সকাল ১১টার দিকে বইমেলার দ্বার খোলার পর থেকেই পাঠক-দর্শকের আনাগোনা ছিল বেশি।

এদিকে ১৮তম দিনে বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্মরণ: গাজীউল হক ও সিকান্দার আবু জাফর।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন নাসির আহমেদ। এ ছাড়াও কবি মাসুদুজ্জামান এবং আসাদ আহমেদ আজকের অনুষ্ঠানে কবিতা পাঠ করেন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী অনন্যা সাহা এবং রত্না সিনহা।

সারাবাংলা/আরআইআর/একে

অমর একুশে গ্রন্থমেলা টপ নিউজ বইমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর