Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন ছেড়ে আসা দুই হরিণের প্রাণ নিলো ট্রাক

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ২৩:০৮

চট্টগ্রাম ব্যুরো: বন ছেড়ে লোকালয়ে এসে ট্রাক চাপায় প্রাণ গেছে দুই হরিণের। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা হরিণ দু’টির মৃতদেহ উদ্ধার করেন।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে বন বিভাগের মীরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা হরিণ দু’টির মৃতদেহ উদ্ধার করেন বলে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানিয়েছেন।

জানা গেছে, মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় বঙ্গোপসাগর তীরবর্তী বেড়িবাঁধে হরিণ দু’টির মৃতদেহ পড়ে ছিল। স্থানীয়রা দেখে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। তারা সেগুলো উদ্ধার করে বেড়িবাঁধ এলাকায় মাটিচাপা দেন।

স্থানীয় জনসাধারণ ও বন বিভাগের সংশ্লিষ্টদের বরাত দিয়ে বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আজ (শুক্রবার) ভোরে ট্রাকচাপায় হরিণ দু’টি মারা গেছে বলে আমরা জানতে পেরেছি। স্ত্রী হরিণ দুটির বয়স প্রায় ১০ বছর হবে। তবে ট্রাক এবং এর চালককে আমরা শনাক্ত করতে পারিনি। এজন্য মীরসরাই থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পরবর্তীতে ট্রাক শনাক্ত হলে মামলায় রূপান্তর করা হবে।’ৎ

বেড়িবাঁধে হরিণ আসার বিষয়ে তিনি বলেন, ‘মীরসরাইয়ের উপকূলীয় বনে ১৯৯২ সালে বন বিভাগের পক্ষ থেকে তিন জোড়া হরিণ ছাড়া হয়েছিল। সেখানে এখন দুই হাজারের ওপর হরিণ আছে। হরিণগুলো ভোরের দিকে মিষ্টি বাতাসের জন্য কিংবা মিষ্টি পানি পানের জন্য বন ছেড়ে লোকালয়ে এসে পড়ে। এরকম আগেও এসেছে। বেলা গড়ালে সেগুলো আবার বনে চলে যায়। এবার প্রথম দু’টি হরিণ মর্মান্তিকভাবে মারা যাবার খবর আমরা পেয়েছি।’

সারাবাংলা/আরডি/একে

ট্রাকচাপা মৃতদেহ হরিণ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর