চন্দ্রায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ১৭:৪৭ | আপডেট: ৪ মার্চ ২০২২ ১৭:৪৮
৪ মার্চ ২০২২ ১৭:৪৭ | আপডেট: ৪ মার্চ ২০২২ ১৭:৪৮
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন গার্মেন্টসের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
শুক্রবার (৪ মার্চ) বিকাল ৪টা ৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, হঠাৎ করে ওই পোশাক কারখানায় ধোঁয়া দেখতে পান তারা। এরপর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিস কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি, ইপিজেডের দুইটি, মির্জাপুর দুইটি ও ডিবিএলের একটি ইউনিটসহ মোট আটটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাতের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
সারাবাংলা/টিআর