Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার প্যানেল মেয়রের ছেলে কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২২ ০০:১৯

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলের বিরুদ্ধে পল্লবী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত পাঠানোর আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই পিন্টু কুমার চৌধুরী আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট আরিফুল ইসলাম জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।

দু-পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেন।

গত ২ মার্চ রাতে মিরপুর-১১ নম্বর মিল্লাত ক্যাম্প এলাকা থেকে রফিকুল ইসলাম রুবেলকে গ্রেফতার করে পুলিশ । এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ও ১১ পুরিয়া (প্রায় সাড়ে ৫ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় সংশ্লিষ্ট থানার এস আই জহির উদ্দিন মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/একে

কাউন্সিলর মাদক মামলা হেরোইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর