Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর ঘোষণা: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ২৩:৩২ | আপডেট: ৪ মার্চ ২০২২ ১০:০৮

ফাইল ছবি

ঢাকা: চলতি মাসেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির কাজ এখন শেষ পর্যায়ে। আবেদন যাচাই-বাছাই কাজ শেষ হয়েছে। চলতি মাসের যে কোনো দিন এ তালিকা প্রকাশ করা হবে।’

যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেই এমপিও দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

এর আগে, ২০২১ সালের ১০ অক্টোবর থেকে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়। আবেদন শেষ হয় ৩১ অক্টোবর।

এমপিও পেতে এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নিম্ন মাধ্যমিক স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ মিলিয়ে সাড়ে চার হাজারের বেশি আবেদন জমা পড়েছে।

এ ছাড়াও কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে প্রায় তিন হাজার নয়শ মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করেছে। আবেদনকৃত মোট সাড়ে আট হাজার প্রতিষ্ঠানের ৯০ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির জন্য অপেক্ষা করছেন।

এ সব প্রতিষ্ঠানের অবকাঠামো ও জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষ করে দেখা হয়েছে। এরপর বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে আবেদনকৃত প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা, ফলাফল ও স্বীকৃতি নবায়নের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে।

সারাবাংলা/টিএস/একে

টপ নিউজ দীপু মনি শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর