Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুবাইলে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ২২:২৮

গাজীপুর: পুবাইলে ট্রেন থেকে পড়ে গিয়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে গাজীপুর মহানগরীর পুবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের পরনে ছিলে সাদা শার্ট ও ব্লু কালারের জিন্স প্যান্ট। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যুবকের পরিচয় উদ্ধারে কাজ করা হচ্ছে।

সারাবাংলা/এমও

অজ্ঞাত যুবক ট্রেন পুবাইল যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর