জাহাজে রাশিয়া হামলা করেছে— এমন প্রমাণ নেই: পররাষ্ট্র সচিব
৩ মার্চ ২০২২ ২১:৫৯ | আপডেট: ৩ মার্চ ২০২২ ২২:০৯
ঢাকা: ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রাশিয়া হামলা করেছে— এমন কোনো শক্ত প্রমাণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি বলেন, রাশিয়ানরা জাহাজে হামলা করেছে— এমন কোনো শক্ত প্রমাণ কারও কাছেই নেই।
বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা বলেছেন। সভায় পররাষ্ট্র সচিব ছাড়াও মস্কো, ওয়ারশ, বুখারেস্ট ও ভিয়েনার রাষ্ট্রদূত, নৌপরিবহন মন্ত্রণালয়, এএফডি, পেট্রোবাংলা, ব্যবসায়িক নেতা, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে পররাষ্ট্র সচিব বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ আছে। বাংলাদেশের জাহাজে কারা হামলা করেছে, সে বিষয়ে তারাও নিশ্চিত হওয়ার চেষ্টা করছে।
সচিব আরও বলেন, ‘ফগ অব ওয়ার’ বলতে একটি বিষয় রয়েছে। এই টার্মটা যুদ্ধের সময় ব্যাবহার করা হয়। এর অর্থ— যুদ্ধের মধ্যে কে কোন দিক থেকে হামলা করছে, সেটি বোঝা যায় না।
আরও পড়ুন-
- লাশ ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় হাদিসের পরিবার
- ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা, প্রকৌশলী নিহত
- বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল হাদিসের, চলছিল প্রস্তুতি
- ইউক্রেনে আটকা জাহাজের নাবিকদের উদ্ধারের আকুতি
- ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা, জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়
- ইউক্রেনে হামলার শিকার জাহাজের ২৮ নাবিককে নেওয়া হলো বাংকারে
এর আগে, গতকাল বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে (বাংলাদেশ সময় রাত ৯টা) ইউক্রেনের অলভিয়া বন্দরে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ বিমান হামলার শিকার হয়। হামলায় মো. হাদিসুর রহমান নামে বাংলাদেশের একজন মেরিন প্রকৌশলীর মৃত্যু হয়। তিনি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। তার বাড়ি বরগুনা জেলা বেতাগী উপজেলায়। ওই জাহাজে বাংলাদেশি আরও ২৮ জন নাবিক ছিলেন।
আন্তঃমন্ত্রণালয় সভা শেষে পররাষ্ট্র সচিব আরও জানান, বাংলার সমৃদ্ধি জাহাজে আমাদের আরও ২৮ জন নাবিক রয়েছেন। তাদের জাহাজ থেকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। জাহাজ থেকে উদ্ধার জাহাজ দিয়ে নাবিকদের তীরে আনা হচ্ছে। আমরা নাবিকদের দ্রুত নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি।
মাসুদ বিন মোমেন আরও বলেছেন, মারা যাওয়া নাবিকের মৃতদেহ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেছি। নাবিকদের সরিয়ে নিতে রাশিয়াও সব ধরনের সহায়তা করবে।
এদিকে, এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের। সংস্থার নির্বাহী পরিচালক পীযূষ দত্ত সারাবাংলাকে বলেন, ‘বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাবিকদের জাহাজ থেকে নামানো শুরু হয়। এর আগে হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা খবর পেয়েছি, রাত সাড়ে ৮টা নাগাদ সব নাবিককে নামিয়ে তীরের কাছাকাছি বাংকারে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনের সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষই তাদের পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে নিয়ে গেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিক তত্ত্বাবধান করছে।’
গত ২৩ ফেব্রুয়ারি শিপিং করপোরেশনের এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে। পরদিনই রাশিয়ার হামলা শুরু হয়। জাহাজটি সেখানে গত আট দিন ধরে আটকে আছে।
সারাবাংলা/টিএস/টিআর
এমভি বাংলার সমৃদ্ধি পররাষ্ট্র সচিব বাংলার সমৃদ্ধি জাহাজ মাসুদ বিন মোমেন