Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় দফা শান্তি আলোচনায় রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২২ ২১:৫১ | আপডেট: ৪ মার্চ ২০২২ ০০:৫৮

চলমান রুশ আগ্রাসনের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য হেলিকপ্টারযোগে বেলারুশের বেলোভেস্কায়াইয় পৌঁছেছে ইউক্রেন প্রতিনিধি দল। আলোচনায় রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন প্রেসিডেন্টের বিশেষ দূত ভ্লাদিমির মেডিনস্কি।

রুশ প্রতিনিধি দলের ওই মুখপাত্র জানিয়েছিলেন, মস্কো স্থানীয় সময় বিকেল তিনটায় বেলারুশের ব্রেস্ট অঞ্চলে আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি বিবাদমান দুই পক্ষের মধ্যে প্রথম দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। বেলারুশের গোমেল অঞ্চলে পাঁচ ঘণ্টা স্থায়ী ওই বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল।

এ ব্যাপারে মস্কোর তরফ থেকে বলা হয়েছে, চুক্তিতে পৌঁছতে যতদিন দরকার; ততদিন আলোচনার প্রস্তুতি রয়েছে তাদের।

যদিও, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি আলোচনা নিয়ে মোটেই আশাবাদী নন, এমন কথা স্পষ্ট করে জানিয়েছেন।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ টপ নিউজ রাশিয়া-ইউক্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর