Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুশ-ইউক্রেন শান্তি আলোচনায় মানবিক করিডোর প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২২ ২০:০২ | আপডেট: ৩ মার্চ ২০২২ ২১:৫২

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে বেলারুশে অনুষ্ঠেয় দ্বি-পাক্ষিক আলোচনার দ্বিতীয় রাউন্ডে স্থান পাবে রাশিয়া অধিকৃত ইউক্রেনের শহরগুলোতে আটকে পড়া বেসামরিক নাগরিকদের মধ্যে ত্রাণ সংস্থাগুলোকে কাজ করতে দেওয়ার প্রসঙ্গ।

কিয়েভের আশা যুদ্ধের ময়দানে বেসামরিক নাগরিকদের জন্য অন্তত মানবিক করিডোরের ব্যবস্থা করতে পারবে তারা। যে রুট ব্যবহার করে যুদ্ধ উপদ্রুত এলাকাগুলো থেকে বেসামরিক নাগরিকরা নিরাপদ কোথাও সরে পড়তে পারবে।

বিজ্ঞাপন

এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ খবর জানিয়েছেন শান্তি আলোচনায় ইউক্রেনের সূত্রধর ডেভিড আরাকামিয়া।

এর আগে, মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রকাশিত এক বার্তায় ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা যুদ্ধের ময়দানে মানবিক করিডোর তৈরি করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ মার্চ) বেলারুশেরই অন্য কোনো শহরে দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে।

যদিও, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি শান্তি আলোচনা নিয়ে মোটেই আশাবাদী নন, এমন কথা স্পষ্ট করে জানিয়েছেন।

সারাবাংলা/একেএম

ইউক্রেন ইউক্রেন যুদ্ধ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর