Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা দিন-রাত কাজ করে যাচ্ছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৮:৫১

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী ম‌হিলা লীগের সভাপ‌তি ও তারাবো পৌরসভার মেয়র হা‌ছিনা গাজী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে এবং দেশের মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা দিন-রাত নিরলসভাবে উন্নয়ন কাজ করে যাচ্ছেন। দেশে সব ধরনের উন্নয়নের ছোঁয়া আমরা পেয়েছি, আর তার সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী যেভাবে ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছেন সে উন্নয়ন অব্যাহত থাকলে শিগগিরই আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হবো।’

বিজ্ঞাপন

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্প‌তিবার (৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় তারাবো পৌরসভা কার্যালয়ে মু‌ক্তিযুদ্ধের চেতনা, মু‌ক্তিযুদ্ধের স্মৃ‌তিচারণ ও বীরত্বগাঁথা, মু‌ক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে দেশপ্রেম শি‌খিয়েছেন উল্লেখ করে তারাবো পৌরসভার মেয়র বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। শত বাঁধা-বিপত্তি পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তারাবো পৌরসভার সচিব তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমান উল্লাহ খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ অনেকে।

অনুষ্ঠানে ১৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

সারাবাংলা/এমও

তারা‌বো পৌরসভা মানুষের কল্যাণ মেয়র হাছিনা গাজী শেখ হাসিনা

বিজ্ঞাপন

৫ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ
৯ জানুয়ারি ২০২৫ ১৬:১৬

আরো

সম্পর্কিত খবর