Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাশিয়া থেকে পণ্য আসা বন্ধ হলে ভিন্ন জায়গায় খুঁজব’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৮:০৮ | আপডেট: ৩ মার্চ ২০২২ ২০:০৩

ফাইল ছবি: আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, রাশিয়ার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। রাশিয়া থেকে পণ্য সামগ্রী আনা আমাদের জন্য নতুন নয়। এইসব আইটেম বরাবরের মতো আনার জন্য চেষ্টা করছি। রাশিয়া যদি কোনো কারণে না দেয় তাহলে আমরা ভিন্ন জায়গায় খুঁজব। তার আগে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা ওদের কাছ থেকেই আনার চেষ্টা করব। পেমেন্ট বিষয়ে সুইফট কোড তাদের কাছ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘আশা করি যুদ্ধ থেমে যাবে। এটা প্রবলেম করবে না। পাশাপাশি আমাদের সেফটিও রেখেছি। বিকল্প সোর্স আমরা বিবেচনায় রেখেছি। যদি সুইফটের কারণে কোনো পেমেন্ট করতে না পারি তাহলে অন্যরকম ব্যবস্থা করতে হবে। আমরা চাই বিশ্বমানবতার স্বার্থে এই যুদ্ধ বন্ধ হোক। বিশ্বের মানুষ যেন শান্তি পায়, এটাই আমাদের প্রত্যাশা। আমরা কেউ যুদ্ধ দেখতে চাই না।’

অর্থমন্ত্রী বলেন, ‘সবাই দোয়া করেন এই যুদ্ধটি যেন দীর্ঘায়িত না হয়। যুদ্ধটা যেন তাড়াতাড়ি থেমে যায়। বিশ্বমানবতার জন্য আমরা এটি প্রার্থনা করছি।’

সারাবাংলা/জিএস/পিটিএম

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর