Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে আটকা জাহাজের নাবিকদের উদ্ধারের আকুতি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৭:১৬ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৭:৩১

চট্টগ্রাম ব্যুরো: রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশি জাহাজে বিমান হামলার পর নাবিকদের উদ্ধারের আকুতি নিয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যালয়ে ধরনা দিচ্ছেন তাদের স্বজনরা। জাহাজে আটকে পড়া নাবিকরাও ভিডিওবার্তা দিয়ে উদ্ধারের আকুতি জানাচ্ছেন।

বুধবার (২ মার্চ) রাতে বাংলাদেশি ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে বিমান হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় রুশ বাহিনীর এই হামলায় মো. হাদিসুর রহমান নামে এক নাবিকের মৃত্যু হয়। হামলাটি হয় ইউক্রেনের স্থানীয় সময় বিকেল ৫টার কিছু পরে।

বিজ্ঞাপন

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডোর সুমন মাহমুদ সাব্বির সারাবাংলাকে জানান, থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর জাহাজের ডেকে ওঠার পর রকেট হামলায় তার মৃত্যু হয়েছে। তার বাড়ি বরগুনা জেলা বেতাগীতে।

এ ঘটনার পর জাহাজে আটকে থাকা নাবিক ও দেশে তাদের স্বজনদের মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন-

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীতে বিএসসি’র প্রধান কার্যালয়ে ছেলেকে উদ্ধারের আকুতি জানাতে আসেন মো. ওবায়দুল হক নামে এক ব্যক্তি। তার ছেলে মাসুম বিল্লাহ ইউক্রেনে আটকে থাকা ওই জাহাজের নাবিক। বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। তবে ওবায়দুল হকের পরিবার থাকেন চট্টগ্রাম নগরীর কাটগড় এলাকায়।

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে গোলা হামলায় এক নাবিক নিহত হওয়ার পর ওই জাহাজে থাকা নাবিকদের স্বজনেরা আজ বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কার্যালয়ে ছুটে এসেছেন। তাদের মধ্যে একজন মো. ওবায়দুল হক। তার ছেলে মাসুম বিল্লাহ ইউক্রেনের ওই জাহাজে রয়েছেন।

বিজ্ঞাপন

বাংলার সমৃদ্ধি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুক তুহিনের বাবা আবুল কাশেম ও ভাই ওমর শরীফও বিএসসি কার্যালয়ে এসে কর্মকর্তাদের কাছে তুহিনকে উদ্ধারের আকুতি জানান। জাহাজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মাসুদুর রহমানের নিকটাত্মীয় আবদুল্লাহ আল মামুন গিয়ে নাবিকদের উদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি জানতে চান। তাদের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলায়।

এদিকে, রুশ বাহিনীর হামলার শিকার জাহাজ থেকে নাবিকরা দু’টি ভিডিওবার্তা দিয়েছেন। ফেসবুকের মাধ্যমে দেওয়া এসব ভিডিওবার্তায় তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আকুতি জানান।

বিএসসির নির্বাহী পরিচালক পীযূষ দত্ত সারাবাংলাকে বলেন, ‘বাংলার সমৃদ্ধি জাহাজে ২৯ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে এক জন গোলার আঘাতে মারা গেছেন। বাকি ২৮ জন অক্ষত আছেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা আছে। তাদের নিরাপত্তা নিশ্চিত হলেই আমরা জাহাজ ত্যাগের অনুমতি দেবো।’

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ শিপিং করপোরেশনের এমভি বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেনের অলভিয়া বন্দরে নোঙর করে। পরদিনই রাশিয়ার হামলা শুরু হয় ইউক্রেনে। তখন থেকেই জাহাজটি গত আট দিন ধরে আটকে আছে সেখানে।

সারাবাংলা/আরডি/টিআর

ইউক্রেনে আটকা জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি টপ নিউজ বাঁচার আকুতি বাংলার সমৃদ্ধি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর