Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাশ ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় হাদিসের পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৭:০৫ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৭:০৬

বরগুনা: ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের লাশ ফেরত পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে নিহতের ভাই তরিকুল ইসলাম তারেক বলেন, ‘আমার ভাই মারা গেছেন দেশের জন্য। সরকারের কাছে এখন একটাই দাবি আমার ভাইয়ের লাশটা আমাদের কাছে ফিরিয়ে এনে দিন।’

বিজ্ঞাপন

বাবা আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, ‘আমার ছেলে তো আর নেই। আমাদের বাঁচার অবলম্বনটুকু কেড়ে নেওয়া হয়েছে। এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনার কাছে আমার ছেলের লাশটা ফেরত চাই।’

গতকাল বুধবার মা ও ছোট ভাইয়ের সঙ্গে সর্বশেষ কথা বলেন হাদিস। বাড়িতেও এসেছিলেন মাস ছয়েক আগে। বুধবার বাড়িতে জানিয়েছিলেন, আটকে থাকা জাহাজ ছাড়া পেলে শিগগিরই বাড়ি ফিরবেন।

উল্লেখ্য বুধবার (২ মার্চ) ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি পণ্যবাহী জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়। এতে নিহত হন হাদিসুর রহমান আরিফ।

হাদিসুর রহমান বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাকের ছেলে। চার ভাই বোনের মধ্যে হাদিস মেঝো।

বাড়ি ফিরে বিয়ে করার কথা ছিল হাদিসের, চলছিল প্রস্তুতি

বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, ‘হাদিস ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিলো। সে চট্টগ্রাম মেরিন একাডেমি থেকে পাস করার পর ২০১৮ সাল থেকে ওই জাহাজে ছিল। অবিবাহিত ছেলেটা সর্বশেষ বাড়িতে এসেছিল মাস ছয় আগে। ’

হাদিসের স্বজনরা জানান, আট বছর ধরে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন জাহাজে চাকরি করেন হাদিসুর। বুধবার জাহাজ থেকে ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সকে ফোন করেন হাদিসুর রহমান। প্রিন্সর সঙ্গে কথা বলার সময়ই হাদিসুরের প্রান্তে একটি বিকট শব্দ হওয়ার পর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।’

বিজ্ঞাপন

এদিকে একমাত্র ছেলে নিহত হওয়ার খবর পেয়ে শোকে ভেঙে পড়েছেন হাদিসুরের মা-বাবা। শোকে কাতর পরিবারের অন্য স্বজনেরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাঁরা খবরটা জানতে পারেন। হাদিসুরের মৃত্যুর খবরে এলাকার মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছি। যে ঘটনা ঘটেছে সেটা দেশের বাইরে। তাই তার লাশ ফেরত আনার বিষয়ে যে প্রক্রিয়া সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবেন।’

বাংলাদেশের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায়। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নুর ই আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক। ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে বাংলাদেশি জাহাজটিতে গোলার আঘাতের ঘটনা ঘটে। সমুদ্রগামী জাহাজ বাংলার সমৃদ্ধি ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়।

আরও পড়ুন: ইউক্রেনে বাংলাদেশি জাহাজে হামলা, প্রকৌশলী নিহত 

সারাবাংলা/এমও

ইউক্রেন এমভি বাংলার সমৃদ্ধি টপ নিউজ মেরিন ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান লাশ ফেরত

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর