স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ
৩ মার্চ ২০২২ ১৬:৩৮ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৬:৪৫
পটুয়াখালী: গলাচিপায় স্ত্রীর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী মিলন খানের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে ওই গৃহবধূর বড় ভাই ইভান বাদী হয়ে মিলনকে প্রধান আসামি করে ৪ জনের নামে একটি মামলা দায়ের করেছেন।
ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৪ বছর আগে বরিশালের বাবুগঞ্জ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মিলন খানের সঙ্গে গলাচিপার উত্তর হাওলা গ্রামের জলিল হাওলাদারের মেয়ে তয়নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিলন যৌতুকের দাবিতে তয়নাকে হুমকি দিতো। গতকাল ভোররাতে বাবার বাড়িতে ঘুমন্ত অবস্থায় তয়নার মুখে এসিড নিক্ষেপ করে দুর্বত্তরা। এতে তার মুখের বাম পাশ ঝলসে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাদের দাবি, মিলনই এই এডিস নিক্ষেপের ঘটনা ঘটিয়েছেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জাানান, আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।
সারাবাংলা/এমও