Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়ায়-গণ্ডায় হিসাব হবে রাশিয়ার: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২২ ১৬:৩৮ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৭:২০

ইউক্রেনে চলমান রুশ হামলার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবিদ্ধস্ত দেশ শিগগিরই পুনর্গঠিত হবে আর তখন রাশিয়া টের পাবে ক্ষতিপূরণ কীভাবে দিতে হয়।

রুশ বাহিনীর উদ্দেশে জেলেনস্কি বলেন, ক্যাথেড্রাল-চার্চ গুঁড়িয়ে দেওয়া গেছে। কিন্তু, ইউক্রেনীয়দের মনোবল ভাঙা যায়নি। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং স্রষ্টার শ্রেষ্ঠত্বে তাদের বিশ্বাস রয়েছে।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেন, প্রতিটি ঘর-রাস্তা-শহর নতুন করে গড়ে তোলা হবে।

পাশাপাশি, রুশ বাহিনী যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাই, প্রতিটি নাগরিকের পাওনা কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দিতে হবে রাশিয়াকে।

এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের ডনব্যাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই কার্যত ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। ক্রমেই সে লড়াই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি, ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ব্যবস্থা করছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনাও বেলারুশে চলমান রয়েছে।

কিন্তু, এখন পর্যন্ত অস্ত্রবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।

সারাবাংলা/একেএম

ইউক্রেন যুদ্ধ টপ নিউজ প্রেসিডেন্ট জেলেনস্কি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর