Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড়শ বেড়ে এলপিজি সিলিন্ডার হলো ১৩৯০ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১৫:৫৯ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৬:৪৯

ঢাকা: বছরের শুরুতে বাসাবাড়িতে রান্নায় ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছিল। তবে এরপর থেকে তা কেবল বাড়ানোই হচ্ছে। এবারে এই গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে বাড়ল কেজিতে সাড়ে ১২ টাকা। সে হিসাবে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে বাড়তি দেড়শ টাকা। নতুন নির্ধারিত দাম এখন থেকেই কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজি’র নতুন এই দাম ঘোষণা করে। এই ঘোষণার আগে ১২ কেজি এলপিজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৪০ টাকা। এখন এর দাম বেড়ে হয়েছে ১ হাজার ৩৯০ টাকা।

বিজ্ঞাপন

এর আগে, ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি কেজি এলপিজির দাম ৯৮ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৩ টাকা ৩৪ পয়সা নির্ধারণ করা হয়। ওই সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়। সৌদি সিপি অনুযায়ী অনুযায়ী ফেব্রুয়ারি মাসে বিশ্ববাজারে প্রোপেন ও বিউটেনের দাম প্রতি টন ৮৯৫ ও ৯২০ ডলারে উঠেছিল, যা জানুয়ারি মাসে ছিলো ৭৭৫ ডলার।

এদিকে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বে তেল-গ্যাসের বাজার এখন উত্তপ্ত। এর প্রভাবে জ্বালানি তেল, এলএনজি ও এলপিজির দাম বেড়েই চলেছে। যার প্রভাব দেশের বাজারে পড়তে শুরু করেছে। এর আগে যদিও জানুয়ারি মাসে এলপিজির দাম প্রতিকেজি ১০২ টাকা ৩২ পয়সা থেকে কমিয়ে ৯৮ টাকা ১৭ পয়সা করে কমিশন, সে হিসাবে তখন সিলিন্ডার প্রতি দাম কমেছিল ৫০ টাকা।

সারাবাংলা/জেআর/টিআর

এলপিজি এলপিজি সিলিন্ডার টপ নিউজ সিলিন্ডারের দাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর