ইউক্রেন যুদ্ধ: মানবিক সাহায্য পৌঁছানোর আহ্বান
৩ মার্চ ২০২২ ১৩:৫৮ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১৯:৫৬
ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের মধ্যে রাশিয়ার দখল করে নেওয়া অঞ্চলগুলোতে মানবিক করিডোর তৈরি করার মাধ্যমে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে কাজ করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক।
বৃহস্পতিবার (৩ মার্চ) এক টুইটার বার্তায় তিনি এ আহ্বান জানান।
এদিকে, দখল করে নেওয়া অঞ্চলগুলোতে রুশ সেনারা নির্বিচারে লুণ্ঠন, ডাকাতি এবং হত্যার মচ্ছব শুরু করেছে বলে অভিযোগ করেন ইউক্রেন প্রেসিডেন্টের ওই উপদেষ্টা।
The villages & towns where Russian troops’ columns are stationed immediately turn into places of looting, robbery, murder. We need humanitarian corridors – food, medicine, ambulance, evacuation. We need active help of international organizations, including #OSCE. Enough talking
— Михайло Подоляк (@Podolyak_M) March 3, 2022
এর আগের সপ্তাহের বৃহস্পতিবার ইউক্রেনের ডনব্যাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকেই কার্যত ইউক্রেনে যুদ্ধ শুরু হয়। ক্রমেই সে লড়াই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি, ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ব্যবস্থা করছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনাও বেলারুশে চলমান রয়েছে।
কিন্তু, এখন পর্যন্ত অস্ত্রবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
সারাবাংলা/একেএম