Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতির অভিযোগে গণপিটুনি, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২২ ১২:৫৭

মানিকগঞ্জ: জেলার সদর উপজেলার বনপারিল এলাকায় ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। ডাকাতি করে ফেরার পথে তারা গ্রামবাসীর হাতে ধরা পড়েন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) ভোররাতে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় এ ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার এ তথ্য নিশ্চিত করে। তবে এ ঘটনায় নিহতদের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে ওসি আব্দুর রউফ সরকার জানান, বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার হাটিপাড়ার বনপারিল এলাকায় সাবেক মেম্বার ইউসুফ আলীর বাড়িতে ডাকাতি করে চলে যায় ডাকাত দলটি। এ সময় বিষয়টি স্থানীয় বর্তমান মেম্বারকে জানান ইউসুফ। পরে ডাকাতির বিষয়ে মসজিদের মাইকিংয়ের মাধ্যমে স্থানীয়দের সর্তক করা হলে তিন ডাকাত স্থানীয়দের হাতে ধরা পরে এবং স্থানীয়রা তাদের গনপিটুনি দেয়। এতে দুই ডাকাত নিহত হয়েছে।

তাদের মরহেদ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরর প্রক্রিয়া চলছে বলেও জানান আব্দুর রউফ সরকার।

সারাবাংলা/এনএস

গণপিটুনি টপ নিউজ ডাকাত নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর