Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে ৪৯৮ রুশ সেনা নিহত—দাবি মস্কোর

আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২২ ০১:২৭ | আপডেট: ৩ মার্চ ২০২২ ১২:০১

ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার ৪৯৮ জন সেনা প্রাণ হারিয়েছেন। যুদ্ধে আরও প্রায় ১৬০০ রুশ সেনা আহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

উল্লেখ্য যে, এর আগে ইউক্রেন কর্তৃপক্ষ দাবি করেছিল, যুদ্ধে ৫৮০০ জনের বেশি রুশ সৈন্য নিহত হয়েছেন— যা রাশিয়ার দাবিকৃত সংখ্যার চেয়ে বহুগুণ বেশি। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ৬ হাজার রুশ সেনা নিহতের ইউক্রেনীয় দাবি প্রত্যাখ্যান করে পাল্টা দাবি করে, ইউক্রেন কর্তৃপক্ষের এ ধরনের দাবি মিথ্যা।

বিজ্ঞাপন

যুদ্ধে ইউক্রেনের ক্ষয়ক্ষতির তথ্যও জানিয়েছে মস্কো। রাশিয়ার সামরিক বাহিনীর হিসাবমতে, ছয় দিনের অভিযানে ইউক্রেন হারিয়েছে ২ হাজার ৮৭০ জন সেনা। আর রুশ বাহিনীর হাতে বন্দী হয়েছেন আরও ৫৭২ জন ইউক্রেনীয়।

আরও পড়ুন 

 

সারাবাংলা/আইই

ইউক্রেন রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর