তৃতীয় বিশ্বযুদ্ধ হলে পরমাণু অস্ত্র ব্যবহৃত হবে: ল্যাভরভ
আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২২ ১৮:৩৮ | আপডেট: ২ মার্চ ২০২২ ১৮:৩৯
২ মার্চ ২০২২ ১৮:৩৮ | আপডেট: ২ মার্চ ২০২২ ১৮:৩৯
তৃতীয় বিশ্বযুদ্ধ হলে এতে পরমাণু অস্ত্র ব্যবহৃত হবে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার বার্তাসংস্থা রিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য ভয়ঙ্কর চিত্র তুলে ধরেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার এক ভাষণে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিকতা তুলে ধরে বলেছিলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিকল্প হলো তৃতীয় বিশ্বযুদ্ধ।’ বাইডেনের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন ল্যাভরভ।
ল্যাভরভ আরও বলেন, ইউক্রেন যদি পরমাণু অস্ত্র লাভের চেষ্টা করে তাহলে চরম বিপদে পড়বে।
এদিকে আল জাজিরাকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে ল্যাভরভ জানান, ইউক্রেন থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে মস্কো কোনো ছাড় দেবে না। তিনি ক্রিমিয়া উপদ্বীপ নিয়ে কোনো সমঝোতা হবে না বলে জানান।
সারাবাংলা/আইই