Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশের ক্লাস শুরু, আসছে শিক্ষাক্রমে পরিবর্তন

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২২ ১৭:১১

ঢাকা: একাদশের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সরকার শিক্ষাক্রম পরিবর্তনে কাজ করছে।

বুধবার (২ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে শিক্ষামন্ত্রী একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এর আগে, সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানেও অংশ নেন দীপু মনি। সেখানে শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন। এই বইয়ের ওপর পরে কুইজও অনুষ্ঠিত হবে। এ সময় শিক্ষার্থীদের মায়ের মতো মাতৃভূমি ও মাতৃভাষাকেও ভালোবাসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, ‘প্রায় দুই বছরে করোনা অতিমারির মধ্যে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। এর মধ্যেও আমরা পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিয়ে যথাসময়ে ফলাফল দিয়েছি।

তিনি বলেন, ‘কলেজে ভর্তি কার্যক্রম শেষ করেছি। এত প্রতিকূলতার মধ্যেও সফলভাবে সব কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, করোনা মহামারি শেষে এবারই প্রথম একাদশ শ্রেণিতে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে।

সারাবাংলা/টিএস/পিটিএম

একাদশ ক্লাস শুরু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর