নিপুণ অবৈধ, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানই
২ মার্চ ২০২২ ১৪:২৫ | আপডেট: ২ মার্চ ২০২২ ১৭:২৫
ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এর ফলে জায়েদ খানের প্রার্থিতা বহাল থাকল এবং তিনি সাধারণ সম্পাদক পদেও বহাল থাকবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার (২ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ বিষয়ে জারি করা রুলের যথাযথ ঘোষণা করে আদালত এ আদেশ দেন।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথি। নিপুণের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।
আরও পড়ুন:
নিপুণের আপিল, ফের ভোট গণনাতেও জায়েদের জয়
হাড্ডাহাড্ডি লড়াইয়ে সভাপতি কাঞ্চন, সম্পাদক জায়েদ
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি এ রুল শুনানি শুরু হয়। এর ধারাবাহিকতায় আজ শুনানি শেষে আদালত এই রায় দেন।
সারাবাংলা/কেআইএফ/এএম