Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খারকিভে রুশ হামলায় নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২২ ১৩:২২ | আপডেট: ২ মার্চ ২০২২ ১৪:২৯

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১২ জন আহত হয়েছে। শহরটির মেয়র এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।

তবে খারকিভের গভর্নর ওলেহ সিনেগুবভ দাবি করেছেন, গতকাল মঙ্গলবার এবং মাঝরাতে খারকিভে ভারী বোমাবর্ষণ করা হয়েছে। রাশিয়ার সকল আক্রমণ প্রতিহত করা হয়েছে এবং অবস্থানগুলো ধরে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রাশিয়ার শত্রুরাও উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।’

এর আগে ইউক্রেনের উত্তর-পূর্ব অঞ্চলের শহর খারকিভে অবতরণ করে রুশ প্যারাট্রুপার বাহিনী। এতে করে শহরটিতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়ায়ের খবর পাওয়া যায়। বর্তমানে একটি আঞ্চলিক সামরিক হাসপাতালে ইউক্রেনের সৈন্যদের সাঙ্গে লড়াই করে রাশিয়ার সেনাবাহিনী।

সারাবাংলা/এনএস

ইউক্রেন খারকিভ রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর