পুতিনকে চরম মূল্য দিতে হবে: বাইডেন
২ মার্চ ২০২২ ১৩:০০ | আপডেট: ২ মার্চ ২০২২ ১৬:০৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে চলমান হামলার জন্য পুতিনকে চরম মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। খবর আলজাজিরা।
দেশটির কংগ্রেসের এক বার্ষিক অনুষ্ঠান স্টেট অব দ্য ইউনিয়নের বক্তৃতায় এই মন্তব্য করেন জো বাইডেন। বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
জো বাইডেন বলেন, ‘যদি পুতিন যুদ্ধক্ষেত্রে আরও অগ্রসর হন। তা হলে তাকে দীর্ঘমেয়াদে উচ্চ মূল্য দিতে হবে।’ এ সময় উপস্থিত আইনপ্রণেতার দাঁড়িয়ে ও করতালি দেয়। অনেকে ইউক্রেনের জাতীয় পতাকা নাড়তে থাকেন।
তিনি আরও বলেন, ‘রাশিয়ার ধনীদের ইয়ট ও ভবনগুলো বাজেয়াপ্ত করা কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনাদের অনৈতিক কর্মকাণ্ডের জন্য এমন করা হচ্ছে।’
সারাবাংলা/এনএস
ইউক্রেন জো বাইডেন ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া