Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খারকিভে রুশ প্যারাট্রুপার, চলছে তুমুল লড়াই

আন্তর্জাতিক ডেস্ক
২ মার্চ ২০২২ ১০:৫৯ | আপডেট: ২ মার্চ ২০২২ ১৪:২৬

কিয়েভে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন, ছবি: বিবিসি

ইউক্রেনের উত্তর-পূর্ব অঞ্চলের শহর খারকিভে অবতরণ করেছে রুশ প্যারাট্রুপার বাহিনী। এতে করে শহরটিতে দেশটির সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াই শুরু হয়েছে। বর্তমানে একটি আঞ্চলিক সামরিক হাসপাতালে ইউক্রেনের সৈন্যদের সাঙ্গে লড়াই করয়ে তারা। খবর বিবিসি।

পাশাপাশি সুমি এবং মারিউপোলের প্রথম সারির শহরগুলো এখনো রুশ আক্রমণের বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে, অবরুদ্ধ খারকিভ দখলের জন্য শহরটিতে অবতরণ করেছে রুশ প্যারাট্রুপাররা।

বিজ্ঞাপন

ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, খারকিভ এবং আশেপাশের অঞ্চলে যখন বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে ঠিক তখনই রুশ বিমান হামলা শুরু হয়েছিল। রাশিয়ান সৈন্যরা একটি আঞ্চলিক সামরিক হাসপাতালে আক্রমণ করেছে এবং সেখানে লড়াই চলছে। স্থানীয় সময় ৬টার পর এই হামলা শুরু হয়। শহরটির অধিকাংশই জনগণই রুশ ভাষায় কথা বলে।

বর্তমানে খারকিভ রুশ আক্রমণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ মার্চ) স্থানীয় সময় ৮টার দিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটির স্থানীয় সরকার সদর দফতরে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এত করে ওই ভবন ছাড়াও আশেপাশে থাকা গাড়ি ও ভবনগুলো পুড়ে যায়।

সারাবাংলা/এনএস

ইউক্রেন খারকিভ রাশিয়া রুশ প্যারাট্রুপার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর