Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমিটিতে নারী নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ দীপু মনির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১৯:৫১ | আপডেট: ১ মার্চ ২০২২ ২২:২১

নেত্রকোনা: আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে নারী নেতৃত্ব নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে আমাদের বিভিন্ন শাখা কমিটি গঠন করা হচ্ছে। এসব কমিটিতে নারীদের নেতৃত্ব নিশ্চিত করতে হবে। দেশ গঠনের কাজে নারীদেরও এগিয়ে আসতে হবে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে নেত্রকোনা জেলা শহরের ঐতিহাসিক মোক্তার পাড়া মাঠে সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা ডা. দীপু মনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সবাইর প্রতি দেশ গড়ার আহ্বান জানান। একইসঙ্গে অগ্নিঝরা মার্চের শুরুর এই দিনে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপির নেতৃত্ব। তাই নেতৃত্ব শূন্যতার কারণে তারা আগামী নির্বাচনে যেতে ভয় পায় এবং নির্বাচন নিয়ে নানা তালবাহানা করে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে।

আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, এই দেশে যেন রাজাকার, আলবদর ও তাদের দোসররা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সে কারণে আমরা দলকে তৃণমূল থেকে শক্তিশালী করছি সম্মেলনের মাধ্যমে।

নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে দীপু মনি বলেন, স্বচ্ছ একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আমরা তাদের সাধুবাদ জানাই। নিশ্চয়ই তারা একটি স্বচ্ছ নির্বাচন উপহার দেবেন। আমরা আত্মবিশ্বাসী, সেই নির্বাচনে আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সামনে নির্বাচন। তাই দেশ-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সরকারের উন্নয়ন ও অর্জনকে খাটো করার চেষ্টা চলছে। অথচ শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিভিন্ন উন্নয়ন সূচকে প্রতিবেশী দেশগুলোর থেকে অনেক এগিয়ে।

তিনি বলেন, উন্নয়নকে অব্যাহত রাখতে এবং দেশকে এগিয়ে নিতে দলকে তৃণমূল থেকে শক্তিশালী করতে হবে। কারণ আওয়ামী লীগ ভালো থাকলে দেশ ভালো থাকবে। আওয়ামী লীগ ভালো থাকলে শেখ হাসিনা ভালো থাকবেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, দীর্ঘ ২০ বছর পর নেত্রকোনা সদর উপজেলা ও ২৮ বছর পর নেত্রকোনা পৌরসভা শাখা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে নেত্রকোনা পৌরসভার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠ।

সকালে জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সমাজকল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, আহমেদ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক ও পানকৌড়ি নিউজের সম্পাদক অধ্যাপক অপু উকিলসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

আওয়ামী লীগের সম্মেলন ডা. দীপু মনি নেত্রকোনা উপজেলা আওয়ামী লীগ নেত্রকোনা পৌর আওয়ামী লীগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর