Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়া-ইউক্রেনের দ্বিতীয় দফা বৈঠক ২ মার্চ

আন্তর্জাতিক ডেস্ক
১ মার্চ ২০২২ ২০:৩১

ইউক্রেন-রাশিয়া যুদ্ধপরিস্থিতিতে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আগামীকাল বুধবার (২ মার্চ) অনুষ্ঠিত হবে। ইউক্রেনের জেরকালো নেদেলি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস নিউজ। এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) প্রথম দফায় আলোচনা করে দুই পক্ষের প্রতিনিধিদল। তবে ওই বৈঠকে কোনো ফল আসেনি।

অপর আরেকটি ইউক্রেনীয় সংবাদমাধ্যম গ্লাভকম দেশটির প্রতিনিধিদলের সূত্রের বরাত দিয়ে জানায়, প্রথম দফার বৈঠকে রুশ প্রতিনিধিরা ইউক্রেনের কাছে জোটনিরপেক্ষ থাকার প্রতিশ্রুতি দাবি করে। রুশ প্রতিনিধিদল শর্তে জানায়, এ ব্যাপারে ইউক্রেনের পার্লামেন্ট বা গণভোটের মাধ্যমে স্থায়ী অবস্থান নিতে হবে ইউক্রেনকে। এছাড়া রুশ প্রতিনিধিদল শর্ত দেয়, রাশিয়া দ্বারা সদ্য স্বীকৃত দোনেস্কো ও লুহানেস্কো অঞ্চলকে প্রজাতন্ত্রের স্বীকৃতি দিতে হবে এবং ক্রিমিয়াকে আবার ইউক্রেনের সঙ্গে যুক্ত করার সব দাবি ছাড়তে হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ইউক্রেনের প্রতিনিধিদল আলোচনায় সবার আগে যুদ্ধবিরতি দাবি করে। এছাড়া ইউক্রেন থেকে সকল রুশ সেনাদের অবিলম্বে প্রত্যাহারেও শর্ত দেওয়া হয়। তবে ৫ ঘণ্টাব্যাপী ওই বৈঠকে দুই পক্ষ নিজ নিজ শর্তগুলো উপস্থাপন করে। এতে কোনো সিদ্ধান্ত আসেনি। বৈঠকটি বেলারুশ-ইউক্রেন সীমান্তবর্তী গোমাল অঞ্চলে অনুষ্ঠিত হয়।

রোববারের ওই বৈঠকে রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম সহযোগী ভ্লাদিমির মেডিনস্কি। এছাড়া রুশ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুডেনকো, উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন এবং আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রীয় ডুমা কমিটির চেয়ারম্যান লিওনিড স্লুটস্কি।

বিজ্ঞাপন

অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ। তার সঙ্গে ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক, সার্ভেন্ট অব দ্যা পিপল দলের প্রধান ডেভিড আরাখামিয়া, ডনবাসে পরিস্থিতি নিষ্পত্তির বিষয়ে যোগাযোগ কমিটির প্রথম উপপ্রধান আন্দ্রে কোস্টিন, ইউক্রেনের পার্লামেন্ট সদস্য রুস্তেম উমেরভ এবং উপ পররাষ্ট্রমন্ত্রী নিকোলে তোচিটস্কি।

আরও পড়ুন 

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর