Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ব্যাংকের ব্যবসায় উৎকর্ষ ক্যাম্পেইন শুরু

সারাবাংলা ডেস্ক
১ মার্চ ২০২২ ১৮:৩১ | আপডেট: ১ মার্চ ২০২২ ২০:২৩

মাসব্যাপী ব্যবসায় উৎকর্ষ ক্যাম্পেইন চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ক্যাম্পেইনের স্লোগান রাখা হয়েছে ‘লক্ষ্য ছাড়িয়ে ছুটে চলি অবিরত’।

মঙ্গলবার (১ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা।

ইসলামী ব্যাংক থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান। উপব্যবস্থাপনা পরিচালক জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান মো. মাকসুদুর রহমান।

ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. আলতাফ হুসাইন ও মো. নাইয়ার আজম; চিফ রিস্ক অফিসার মোহাম্মদ আলী ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরীসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সব জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জরা ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, সরকারের গতিশীল নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, আর্থিক অন্তর্ভুক্তি ও দেশের ডিজিটাল ট্রান্সফরমেশনে ইসলামী ব্যাংক কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তিভিত্তিক সেবার প্রসারের মাধ্যমে গ্রাহক সেবা উন্নতকরণ ও আর্থিক উৎকর্ষ সাধনে এ ব্যাংক অবদান রেখে চলেছে।

মুনিরুল মওলা ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটসহ প্রতিটি ইউনিটকে ‘সেন্টার অব এক্সিলেন্সে’ রূপান্তর করার আহ্বান জানান। পাশাপাশি ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তিমান সম্পন্ন ব্যাংকিং সল্যুশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও বিকল্প ব্যাংকিং সেবার ব্যাপক প্রসারে কাজ করার জন্য কর্মকর্তা-কর্মচারীর প্রতি নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

ইসলামী ব্যাংক ব্যবসায় উৎকর্ষ ক্যাম্পেইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর