সহকারী ও অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদার ১০০ জনের বদলি [তালিকা]
১ মার্চ ২০২২ ১৯:২৪ | আপডেট: ১ মার্চ ২০২২ ২০:৫৬
ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার মোট ১০০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ৪৩ জন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ৫৭ জন।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা আলাদা আলাদা দুই প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।
এর মধ্যে ৫১১ নম্বর বদলি আদেশে ৪৩ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ১৭ জন সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে নিয়োগের আদেশ দেওয়া হয়। আর ৫১২ নম্বর বদলি আদেশে আরও ৪০ জন সহকারী পুলিশ সুপারকে নতুন কর্মস্থলে বদলির আদেশের কথা জানানো হয়েছে।
বদলি আদেশের ৫১১ নম্বর প্রজ্ঞাপন দেখুন এখানে—
বদলি আদেশের ৫১২ নম্বর প্রজ্ঞাপন দেখুন এখানে—
সারাবাংলা/ইউজে/টিআর
অতিরিক্ত পুলিশ সুপার বদলির আদেশ বাংলাদেশ পুলিশ সহকারী পুলিশ সুপার