Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীফের বিরুদ্ধে করা ৩ বিভাগীয় মামলা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১৯:২৫ | আপডেট: ১ মার্চ ২০২২ ১৯:২৯

ঢাকা: দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে সদ্য চাকরিচ্যুত দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা তিনটি বিভাগীয় মামলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব মাহবুব হোসেন।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মাহবুব হোসেন বলেন, ‘শরীফ উদ্দিনের বিরুদ্ধে চলমান তিনটি বিভাগীয় মামলা স্থগিত করা হয়েছে। একজন দুদক কর্মচারীর বিরুদ্ধে চাকরিচ্যুতির পর বিভাগীয় মামলা চলতে পারে না। বিধি অনুযায়ী তা সম্ভব নয়। তাই সব মামলা স্থগিত করা হয়েছে।’

শরীফের চাকরি ফিরে পাওয়ার আবেদনের বিষয়ে জানতে জানতে সচিব আরও বলেন, ‘চেয়ারম্যান মহোদয় ও আমার কাছে একটি আবেদন দিয়েছেন শরীফ। এ বিষয়ে কমিশনে পরীক্ষা-নিরীক্ষা শেষে আলোচনা হবে। বিধি মোতাবেক সিদ্ধান্ত নিয়ে তবেই জানাতে পারব।এই মুহূর্তে আমার কাছে এর বাইরে তথ্য নেই। এছাড়া আদালতও এই বিষয়ে অবগত। তাই আমি ব্যক্তিগত মতামত দিতে চাই না।’

শরীফের ঘটনায় দুদকের কাজের গতি কমেছে কি না? জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আমাদের কাজের কোনো গতি কমেনি, কিংবা কোন স্থবিরও হয়নি। আগে যেমন ছিল তেমনই আছে। আমরা আমাদের মতো কাজ করছি। এখানে কোনো সমস্যা নেই। এছাড়া স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে না এমন পরিবেশ সৃষ্টি করা হয়নি। দুদক কর্মকর্তাদের ভয় পাওয়ার কিছু নেই বা কেউ ভয়ও দেখাবে না।’

সারাবাংলা/এসজে/পিটিএম

টপ নিউজ দুদক সচিব মামলা স্থগিত শরীফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর