Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমণ ও শনাক্তের হার

সারাবাংলা ডেস্ক
১ মার্চ ২০২২ ১৬:২০ | আপডেট: ১ মার্চ ২০২২ ১৬:৪০

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গেছেন আট জন। আগের দিনের তুলনায় এই সংখ্যা বেশি। তবে এই সময়ে সংক্রমণ ও শনাক্তের হার কমেছে। এদিন নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৯৯ জনের শরীরে। আগের দিন এই সংখ্যা ছিল ৮৯৭। এদিকে, নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার আজও কমেছে। গত ২৪ ঘণ্টায় এই হার ৩ দশমিক ৩৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৬টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৮টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬১টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮১৭টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৭১ হাজার ৭৫৩টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৪ লাখ ৫৩ হাজার ৪০৩টি।

সংক্রমণ ও শনাক্তের হার কমেছে

আগের দিন দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছিল ৮৯৭ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৭৯৯ জন। এ নিয়ে দেশে ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলো।

বিজ্ঞাপন

এদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তর হার ছিল ৩ দশমিক ৬৫ শতাংশ। গত ২৪ ঘণ্টা এই হার কমে হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ।

কমেছে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা

আগের দিন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৭ হাজার ৯৭৬ জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা কমে হয়েছে ৭ হাজার ৪৬০ জন। এ নিয়ে দেশে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন। মোট সংক্রমণের বিপরীতে সুস্থতার হার ৯৩ দশমিক ৭১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে

আগের দিন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা যান চার জন। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে আট জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মোট মৃত্যু হলো ২৯ হাজার ৪৫ জনের। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে চার জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন নারী। তাদের মধ্যে ছয় জন সরকারি ও দুই জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

৫ বিভাগে মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় যে চার জন করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের এক জন, চট্টগ্রাম বিভাগের তিন জন, রাজশাহী বিভাগের দু’জন এবং খুলনা ও ময়মনসিং বিভাগের এক জন করে মারা গেছে। এর বাইরে দেশের তিন বিভাগে আর কেউ গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা যাননি।

বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ নিয়ে ৭১ থেকে ৮০ বছর বয়সী সর্বোচ্চ তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী দু’জন এবং ৪১ থেকে ৫০, ২১ থেকে ৩০ ও ১০ বছরের নিচে এক জন করে মারা গেছেন।

সারাবাংলা/পিটিএম

আপডেট করোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর