দিনে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১৫:৩২ | আপডেট: ১ মার্চ ২০২২ ২২:১৭
১ মার্চ ২০২২ ১৫:৩২ | আপডেট: ১ মার্চ ২০২২ ২২:১৭
ঢাকা: সারাদেশের সব সিএনজি স্টেশন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে।
মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরন কোম্পানির ভিজিল্যান্স টিম মনিটরিং করবে।
সিদ্ধান্ত অমান্যকারী সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ উৎপাদনের পিক-আওয়ার অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশনে প্রতিদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
সারাবাংলা/জেআর/এমও