Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকনগরে বাসা থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১৪:৩৫ | আপডেট: ১ মার্চ ২০২২ ১৪:৪৮

ঢাকা: রাজধানীর মুগদার মানিকনগরের একটি বাসা থেকে সুমাইয়া আক্তার (১৬) নামে এক স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ৮টার দিকে পূর্ব মানিকনগর বাসার ৫ম তলা থেকে মৃতদেহটি উদ্ধার করে মুগদা থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান জানান, খবর পেয়ে সকালে ওই বাসা থেকে স্কুল ছাত্রী সুমাইয়ার মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। সুমাইয়া মানিকনগর মডেল স্কুলের ৯ম শ্রেণিতে পড়তো, তার বাবার নাম মো. সেলিম।

এসআই আরও বলেন, ‘সুমাইয়ার পরিবার থেকে জানা গেছে রাতে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য ও রাগারাগি হয় সুমাইয়ার। এরপর রাতে খাবার খেয়ে যার যার মত ঘুমিয়ে পড়েন। ভোর সাড়ে ৬টার দিকে সুমাইয়ার মা তাকে ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ পায় না। তখন তাদের সন্দেহ হয়। একপর্যায়ে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সুমাইয়া। পরে থানায় খবর দিলে তার মৃতদেহ উদ্ধার করা হয়।’

ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সারাবাংলা/এসএসআর/এমও

মরদেহ উদ্ধার মানিকনগর স্কুলছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর