Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধ পরিকর— সাভারে সিইসি

লোকাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ১২:০১ | আপডেট: ১ মার্চ ২০২২ ১৮:০০

সাভার (ঢাকা): আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, কোন রাজনৈতিক দল তাদের নিয়ে কি বললো সেটা বিষয় না, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।

তারা আশা করছেন, এই নির্বাচন কমিশনের অধীনে সব দল নির্বাচনে অংশ নেবে। তাদের দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক দলের চাপ নেই বলেও জানান সিইসি।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান নির্বাচন কমিশনার শহীদদের স্মরণে একমিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন অপর ৪ নির্বাচন কমিশনার- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আলমগীর ও আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী পাঁচ বছরের জন্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদে তাদের নিয়োগ দিয়েছেন। ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ২৭ ফেব্রুয়ারি শপথ নেন তারা।

সারাবাংলা/এমও

কাজী হাবিবুল আউয়াল টপ নিউজ প্রধান নির্বাচন কমিশনার সিইসি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর