Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডব্লিউএফপি’র নির্বাহী বোর্ডের সভাপতি বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ০৯:৪২

ঢাকা: জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ৩৬ সদস্য বিশিষ্ট ডব্লিউএফপির নির্বাহী বোর্ডে প্রথমবারের মতো বাংলাদেশ সর্বসম্মতিক্রমে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়।

ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের প্রথম নিয়মিত অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত, ডব্লিউএফপি’তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রেসিডেন্ট হওয়ার সুবাদে বাংলাদেশ এখন থেকে নির্বাহী বোর্ডে নেতৃত্বের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় এবং বিদ্যমান কোভিড পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে সংঘাত-পীড়িত দেশগুলোতে ডব্লিউএফপি’র সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে।

রাষ্ট্রদূত শামীম আহসান তার সূচনা বক্তব্যে বিশ্বের বিপুল সংখ্যক নাজুক জনগোষ্ঠীকে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ডব্লিউএফপি’র ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এসময় প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে বোর্ড সদস্য হিসেবে রাষ্ট্রগুলোর এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

সারাবাংলা/টিএস/এমও

ডব্লিউএফপি নির্বাহী বোর্ডের সভাপতি বাংলাদেশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর