দোনেস্কো প্রদেশে ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণ
১ মার্চ ২০২২ ০৯:৪৬ | আপডেট: ১ মার্চ ২০২২ ১০:২৫
ইউক্রেনের দোনেস্কো প্রদেশে গোলাবর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কামানের গোলায় ওই প্রদেশের বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। দোনেস্কোর রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতারা দাবি করছেন, ইউক্রেন সরকারের গোলাবর্ষণের কারণে প্রদেশে ধ্বংসযজ্ঞ চলছে।
দোনেস্কো প্রদেশের স্থানীয় প্রতিনিধিরা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানান, রাস্তায় বাড়িঘরের ভাঙা ইট-পাথর ও ভাঙা গাড়ি পড়ে থাকতে দেখা গেছে। সোমবার দু’জন স্কুল শিক্ষকের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। এ দুই শিক্ষক কামানের গোলার আঘাতে নিহত হয়েছেন।
এর আগে গত সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলের দু’টি প্রদেশ দোনেস্কো ও লুহানেস্কোকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এর পরপরই দুই প্রদেশে শান্তি রক্ষায় রুশ সেনারা প্রবেশ করে। পরে গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান চালায় রাশিয়া। এরইমধ্যে দোনেস্কো প্রদেশে ইউক্রেন সামরিক বাহিনীর গোলাবর্ষণের খবর পাওয়া গেল।
সারাবাংলা/আইই