Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন, শেষ হলো সিপিবি’র কংগ্রেস

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২২ ০৯:২৭ | আপডেট: ১ মার্চ ২০২২ ১২:০০

ঢাকা: ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বাদশ কংগ্রেস। চার দিনব্যাপী কংগ্রেসের চতুর্থ দিনে সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে কাউন্সিলরদের গোপন ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়।

কমিটির নির্বাচিত সদস্যরা হলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, কাজী সাজ্জাদ জহির চন্দন, লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আব্দুল্লাহ আল ক্বাফী রতন, আহসান হাবীব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, অ্যাডভোকেট মন্টু ঘোষ, মো. এনামুল, ডা. দিবালোক সিংহ, অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, ডা. ফজলুর রহমান, অ্যাডভোকেট সোহেল আহমেদ, অ্যাডভোকেট মাকসুদা আখতার লাইলি, কাজী রুহুল আমিন, এস এ রশীদ, রাগীব আহসান মুন্না, ডা. মনোজ দাশ, ডা. সাজেদুল হক রুবেল, মো. অভিনু কিবরিয়া ইসলাম, অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা, আবিদ হোসেন, অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা লিপি, অ্যাডভোকেট মহসীন রেজা, মোতালেব মোল্লা, প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, সুব্রতা রায়, শামছুজ্জামান সেলিম, হাসান তারেক চৌধুরী, লাকী আক্তার, কাবেরী গায়েন, এ এন রাশেদা, লুনা নূর, আসলাম খান ও মানবেন্দ্র দেব।

বিজ্ঞাপন

কংগ্রেসের সমর্থন পাননি সেলিম, সিপিবি’র নেতৃত্বে আসছে নতুন মুখ

মঙ্গলবার (১ মার্চ) সকালে সিপিবি’র পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার নবনির্বাচিত কমিটির সদস্যরা বৈঠক করবেন। ওই বৈঠকেই পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক, প্রেসিডিয়ামসহ নেতৃত্ব নির্বাচন করা হবে। বিগত টানা ৪ দিন কংগ্রেস করার পর, গভীর রাত ভোট গণনা হওয়ার কারণে দলের অনেকেই ক্লান্ত ও ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে আগামী  শুক্রবার সভার এই দিন ধার্য করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, কংগ্রেসের বিভিন্ন অধিবেশনে রাজনৈতিক প্রস্তাব, কেন্দ্রীয় কমিটির রিপোর্ট, অডিট রিপোর্টসহ বিভিন্ন রিপোর্ট গৃহীত হয়।


সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটি নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করেন অধ্যাপক এম এম আকাশ।

এসময় বিদায়ী কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলমসহ কংগ্রেস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‌ পরে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গেয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস শেষ হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও

কেন্দ্রীয় কমিটি নির্বাচন টপ নিউজ সিপিবির কংগ্রেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর