Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঘাইছড়িতে ২ ‘ইউপিডিএফ’ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৬

রাঙ্গামাটি: বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুই সদস্যকে আটকের কথা জানিয়েছে নিরাপত্তাবাহিনী।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তাদের দু’জনকে মারিশ্যা-দীঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়।

নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, আটকরা হলো মিন্টু চাকমা (৩৫) ও জিনেল চাকমা (১৭)। তারা দু’জনই প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) চাঁদা কালেক্টর। মারিশ্যা-দীঘিনালা সড়কের ১২ কিলোমিটার এলাকায় মিন্টু চাকমার নেতৃত্বে ইউপিডিএফের একটি দল নিয়মিত চাঁদাবাজি করে ব্যবসায়ীদের হয়রানি করতো। সংবাদ পেয়ে তাদের অভিযান চালিয়ে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে দু’জনকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হবে।

এদিকে, স্থানীয় ইউপিডিএফ নেতা আর্জেন্ট চাকমা দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও একজনকে ‘সাধারণ মানুষ’ বলে দাবি করছেন।

বাঘাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, ‘বিষয়টি সাংবাদিকদের কাছ থেকে শুনেছি। তবে আমাদের অফিসিয়ালি এখনও জানানো হয়নি।’

সারাবাংলা/এমও

আটক ইউপিডিএফ বাঘাইছড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর