Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হচ্ছে বিমানের ঢাকা-টরন্টো ফ্লাইট

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০২

ফাইল ছবি

ঢাকা: স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশ বিমান শুরু করতে যাচ্ছে সরাসরি ঢাকা টু কানাডার টরন্টো ফ্লাইট।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল।

তিনি বলেন, ‘আমরা ২৬ মার্চ স্বাধীনতা দিবসকে সামনে রেখে ঢাকা থেকে টরন্টোতে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছি। এই রুটে ফ্লাইট পরিচালনায় ১৭টি শর্ত ছিল। যার মধ্যে ইতোমধ্যে ১৫টি শর্ত পূরণ করা হয়েছে। আমরা বাকি শর্ত পূরণসহ অন্যান্য কাজগুলো এগিয়ে রাখছি।’

এদিকে, বাংলাদেশ বিমানের বহরে রয়েছে বোয়িং ৭৭৭ ও বোয়িং ৭৮৭। আর এগুলো রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ বিমানের অত্যাধুনিক উড়োজাহাজ। এদিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি টরন্টোতে কোনো বিমানের ফ্লাইট নেই। আর এই রুটে বিমান ফ্লাইট পরিচালনা করতে পারলে সেটা যুগান্তকারী হবে বলেও মনে করছেন বিমান বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এসজে/পিটিএম

ঢাকা-টরন্টো ফ্লাইট বিমান

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর