Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্ষিক কর্মসম্পাদনে ফায়ার সার্ভিসের ৬ সূচকের লক্ষ্যমাত্রা অর্জন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৮

ফায়ার সার্ভিস (প্রতীকী ছবি)

ঢাকা: বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ছয় সূচকে লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ অর্জন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বাকি সূচকগুলোর লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনে গুরুত্ব দিয়ে কাজ করছে সংস্থাটি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন সমন্বয় সভা রোববার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। অধিদফতরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সভায় জানানো হয়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অন্তর্ভুক্ত কার্যক্রমের সংখ্যা ৩৫টি। এগুলোর মধ্যে গত ৩১ জানুয়ারি পর্যন্ত ২৯টি সূচকের ষাণ্মাসিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এছাড়া ছয়টি সূচকের বার্ষিক লক্ষ্যমাত্রার শতভাগ অর্জিত হয়েছে।

সভার সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণে কোনো গাফিলতি করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে অধিদফতরের যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হয়েছে, সেগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

সভায় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে গঠিত টিম সদস্য এবং অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

ফায়ার সার্ভিস বার্ষিক কর্মসম্পাদন চুক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর