Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সূতার চালানে সিগারেট, ২১ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:২৭ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ২১:৩৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা সূতার চালানের সঙ্গে ঘোষণা ছাড়া সিগারেট এনে ২১ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে পাবনার একটি পোশাক কারখানা। কাস্টমস ও শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ওই চালান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার সিগারেট জব্দ করেছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরে চীন থেকে আসা একটি কনটেইনারে কায়িক পরীক্ষায় ঘোষণাবর্হিভূত এসব সিগারেট শনাক্ত করে জব্দ করা হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্স শাখার উপকমিশনার মো. শরফুদ্দিন মিঞা সারাবাংলাকে বলেন, ‘১ কোটি ৬৮ লাখ ৩০ হাজার সিগারেটের আমদানি মূল্য ৩ কোটি ৬২ লাখ টাকা। বৈধ প্রক্রিয়ায় সেগুলো আমদানি করা হলে শুল্ক নির্ধারণ হত ২১ কোটি ৫৭ লাখ টাকা। শর্তসাপেক্ষ আমদানিযোগ্য ও উচ্চশুল্কের এই পণ্য বন্দর থেকে নিয়ে যেতে পারলে সরকার ২১ কোটি ৫৭ লাখ টাকা শুল্কবঞ্চিত হতো।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাবনার ঈশ্বরদী ইপিজেডের তিয়ানে আউটডোর (বিডি) কোম্পানি লিমিটডে নামে একটি প্রতিষ্ঠানের নামে চীন থেকে সূতার চালানটি আমদানি করা হয়। সিঅ্যান্ডএফ এজেন্ট ক্রোনি শিপিং করপোরেশন চালানটি খালাসের জন্য গত ২২ ফেব্রুয়ারি বিল অব এন্ট্রি দাখিল করে। কিন্তু সন্দেহজনক তথ্য পাওয়ায় কাস্টমসের এআইআর শাখা সেটির শুল্কায়ন ও খালাস স্থগিত করে দেয়। সোমবার কায়িক পরীক্ষায় ওই কনটেইনারে ৮৭৭টি কার্টনে ঘোষণাবর্হিভূত সিগারেট পাওয়া যায়।

জব্দ সিগারেটের মধ্যে ১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ওরিস সিলভার ব্র্যান্ডের। এছাড়া ১৮ লাখ ৮০ হাজার ওরিস গোল্ড, ১০ লাখ ইজি গোল্ড, ২ লাখ ৫০ হাজার ডানহিল, ২ লাখ ৪০ হাজার ডানহিল সুইস, ১ লাখ ওরিস ডাবল আপেল, ১ লাখ ওরিস স্ট্রবেরি, ২ লাখ ৬০ হাজার বেনসন ও ৬০ হাজার মন্ড ব্র্যান্ডের সিগারেট আছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/টিআর

শুল্ক ফাঁকি সিগারেট আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর